টেসলা সিইও ইলন মাস্ককে নতুন ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে, যা আগামী এক দশকে নির্ধারিত লক্ষ্য পূরণ করলে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের মূল্য দাঁড়াতে পারে। মাস্ক বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন, যদি তাকে কোম্পানিতে ২৫ শতাংশ ভোটাধিকার না দেওয়া হয়, তবে তিনি টেসলা ছেড়ে নিজের অন্য উদ্যোগে মনোযোগ দেবেন।
এই সিদ্ধান্ত এসেছে মাস্ক ও টেসলার পরিচালনা পর্ষদের মধ্যে দীর্ঘ আলোচনার পর। টেসলা এসইসি-তে দাখিল করা নথিতে উল্লেখ করেছে, মাস্কের অঙ্গীকার কোম্পানির জন্য ‘গুরুত্বপূর্ণ’ এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কোম্পানিতে মনোযোগের নিশ্চয়তা প্রয়োজন।
ক্ষতিপূরণ প্যাকেজে মূল লক্ষ্যগুলো হল
- টেসলার বাজারমূল্য বাড়িয়ে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।
- আরও ১ কোটি ২০ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা।
- ১ কোটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সাবস্ক্রিপশন নিশ্চিত করা।
- ১০ লাখ রোবোট্যাক্সি চালু করা।
- ১০ লাখ টেসলা বট বিক্রি করা।
- সমন্বিত আয় বাড়িয়ে ৪০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন ডেনহলম বলেন, “ইলনকে ধরে রাখা এবং প্রণোদনা দেওয়া টেসলার লক্ষ্য অর্জন ও ইতিহাসের সবচেয়ে মূল্যবান কোম্পানি হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই গুরুত্বপূর্ণ সময়ে টেসলাকে নেতৃত্ব দেওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি ইলন।”
শেয়ারহোল্ডারদের চিঠিতে বোর্ড আরও উল্লেখ করেছে, মাস্কের পূর্ণ ক্ষতিপূরণ পেতে হলে তাকে নির্ধারিত উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করতে হবে। সব লক্ষ্য পূরণ হলে, মাস্কের মালিকানা প্রায় ২৫ শতাংশে পৌঁছাবে।
শুক্রবার প্রিমার্কেট লেনদেনে টেসলার শেয়ারমূল্য ২ দশমিক ০৩ শতাংশ বেড়ে ৩৪৫ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়। তবে বছরের শুরু থেকে টেসলার শেয়ার প্রায় ১০ শতাংশ কমেছে।
ফোর্বসের হিসাব অনুযায়ী, ইলন মাস্কের সম্পদ ৪৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা তাকে রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকায় শীর্ষে রাখে।
বিডি প্রতিদিন/আশিক