বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দিতে পারবে। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীরা হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পর আমরা কারো বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা দেইনি। কিন্তু যারা অন্যায় করবে তাদের শাস্তি পেতে হবে।’
শনিবার (২৫ অক্টোবর) বিশ্বনাথ পৌর শহরের একটি পার্টি সেন্টারে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কাজই মানুষের পরিচয়। মানুষ এমন কাজ করে যাবে, যাতে মানুষ সারাজীবন মনে রাখবে। আপনারা ইলিয়াস আলীকে ভোট দিয়েছিলেন, তিনি সর্বত্র ব্যাপক উন্নয়ন করেছিলেন। তিনি কিন্তু একবারও চিন্তা করেননি, এই এলাকায় বিএনপির ভোট কম বা ওই এলাকায় আওয়ামী লীগের কিংবা জামায়াতের ভোট বেশি। যেকোন দলের লোক, যেকোন সমস্যায় পড়লে তিনি তাদের সহযোগিতা করেছেন।’
দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিঠনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ইমাদ উদ্দিন দয়াল তালুকদার।
জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সদস্য গোলাম হোসেন ও নজরুল ইসলাম আজাদ, লামাকাজি ইউনিয়ন পরিষদ সদস্য শানুর আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রুপ, দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদ সদস্য নূর মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ সদস্য শফিক আহমদ ও সোনাবান বিবি, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ সদস্য তানভীর হোসেন ও নাজিম উদ্দিন রাহিন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ