ইউটিউব এখন এমন এক প্ল্যাটফর্ম, যেখানে লাখো মানুষ ভিডিও তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেক জনপ্রিয় ইউটিউবার বিজ্ঞাপন বা ব্র্যান্ড ডিলের ওপর নির্ভর না করে নিজস্ব ব্যবসার মাধ্যমে আয় বাড়ানোর পথে হাঁটছেন।
বিশ্বব্যাপী ইউটিউব অর্থনীতিতে অবদান রাখছে প্রায় ৫৫ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষ পূর্ণকালীন চাকরি পেয়েছেন। তবে ইউটিউবের নীতিমালা ও অ্যালগরিদম পরিবর্তনের কারণে আয়ে ওঠানামা দেখা দেয়। এজন্য অনেক ইউটিউবার এখন বিকল্প আয়ের পথ খুঁজছেন।
সবচেয়ে আলোচিতদের মধ্যে রয়েছেন মিস্টারবিস্ট, এমা চেম্বারলিন, লগান পল, রায়ান কাজি, রোজানা প্যানসিনো, মিশেল ফান ও হুদা কাতান।
২০১৮ সালে পোশাক ও চকলেট ব্র্যান্ড চালু করে মিস্টারবিস্ট এখন ইউটিউবের বাইরে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর ‘ফিস্টেবলস’ ব্র্যান্ডের আয় ২০২৪ সালে দাঁড়ায় প্রায় ২৫০ মিলিয়ন ডলার। এমা চেম্বারলিনের কফি ব্র্যান্ড ‘চেম্বারলেইন কফি’ এখন ওয়ালমার্টসহ বড় খুচরা বিপণিতে বিক্রি হচ্ছে।
ইউটিউবার লগান পল ‘প্রাইম’ নামের এনার্জি ড্রিংকের মাধ্যমে বিলিয়ন ডলারের বাজার দখল করেছেন, আর ১৩ বছর বয়সী রায়ান কাজির ‘রায়ানস ওয়ার্ল্ড’ ব্র্যান্ড খেলনা বিক্রি করে বছরে শত কোটি ডলার আয় করছে।
বিউটি ইউটিউবার মিশেল ফান ‘ইপসি’ ও ‘ইএম কসমেটিকস’ নামের ব্র্যান্ড তৈরি করেছেন, আর হুদা কাতানের ‘হুদা বিউটি’ এখন বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইউটিউব এখন অনেকের জন্য প্ল্যাটফর্মের চেয়ে বড় কিছু—এটি উদ্যোক্তা হওয়ার সূচনা মাত্র।
সূত্র: টেকক্রাঞ্চ
বিডি প্রতিদিন/আশিক