কুমিল্লার চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার আঞ্চলিক আটগ্রাম-শরিফপুর সড়কের বাতিসা ইউনিয়নের পাটানন্দী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক জিহাদ (১৯) চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মিশুকে থাকা সিয়াম বলেন, ‘সড়কের উঁচুনিচু অংশে যাওয়ার সময় মিশুকটি হঠাৎ উল্টে যায়। আমি পাশের জমিতে ছিটকে পড়ি, আর জিহাদ মিশুকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা চিৎকার শুনে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান।’
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) লিটন জানান, দুর্ঘটনায় নিহত চালকের পরিবার ময়নাতদন্ত না করে মরদেহ নেওয়ার অনুরোধ করলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’
বিডি-প্রতিদিন/আশফাক