সেপ্টেম্বরে বাজারে এসেছে আইফোনের নতুন সিরিজ ‘আইফোন ১৭’। বাজারে আসার পর নতুন সিরিজটি বাজিমাত করেছে। এক মাসের মধ্যেই চীন ও আমেরিকার বাজারে বিক্রির দিক থেকে তার পূর্বসূরি আইফোন ১৬- কে ছাড়িয়ে গেছে।
বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সিরিজটি প্রথম মাসেই ১৬ সিরিজের তুলনায় ১৪ শতাংশ বিক্রি হয়েছে। এতে চীন-আমেরিকা এর বাজারে আইফোন ১৭ বেজ মডেলের বিক্রি ১৬ সিরিজের বেজ মডেলের তুলনায় ৩১ শতাংশ বেড়েছে।
এক্ষেত্রে শুধু চীনের বাজার বিবেচনা করলে, বেজ মডেলের বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। বর্তমানে বিক্রির দিক থেকে বেজ মডেলকে আইফোন ১৭ সিরিজের সবচেয়ে জনপ্রিয় ফোন বলা যেতে পারে।
বাজার বিশ্লেষক মেংমেং ঝাং কাউন্টারপয়েন্ট এর প্রতিবেদনে উল্লেখ করেছে, আইফোনের নতুন সিরিজটি গ্রাহকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। এটি দামের তুলনায় দুর্দান্ত সব ফিচার নিয়ে এসেছে।উন্নতমানে ডিসপ্লে ও চিপ, উচ্চতর বেজ স্টোরেজ এবং উন্নত সেলফি গ্রাহকদের আর্কষণ করছে। যা গত বছরের আইফোন ১৬-এর একই দামে পাওয়া যাচ্ছে।
কি সুবিধা থাকছে নতুন সিরিজে
আইফোন ১৭ সিরিজের বেজ মডেলে আছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। যা এখন পর্যন্ত সেরা বলে দাবি করেছে অ্যাপল। ৩ হাজার নিটস সর্বোচ্চ ব্রাইটনেসের পাশাপাশি এই ডিসপ্লে প্রোমোশন অ্যাডাপ্টিভ প্রযুক্তির ১২০ হার্টজে রেটে উপভোগ করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
এছাড়া ৪৮ মেগাপিক্সেলের ডয়াল ফিউশন রিয়ার ক্যামেরা সিস্টেম ছাড়াও ব্যবহারকারীদের জন্য থাকছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ প্রযুক্তির ফ্রন্ট বা সেলফি ক্যামেরা। গতি ফিচারে প্রসেসর হিসেবে বছরের বেজ মডেলে ছিল এ-১৮ চিপসেট। কিন্তু নতুন ফিচারে যুক্ত করা হয়েছে উন্নত এ-১৯ চিপসেট।
এখানেই শেষ নয়, আইফোন ১৭-এর বেজ স্টোরেজ সক্ষমতা ১২৮জিবি থেকে ২৫৬জিবি-তে উন্নীত করা হয়েছে। এতসব নতুন ও উন্নত ফিচার সত্ত্বেও আইফোন ১৭ সিরিজের বেজ মডেলের দাম বাড়ায়নি অ্যাপল। ফলে ৭৯৯ ডলারেই আরও উন্নত একটি আইফোন পাচ্ছেন অ্যাপলপ্রেমীরা।
উল্লেখ্য, আইফোন ১৭ সিরিজ বাজারে আনার পর ১৬ সিরিজের বেজ মডেলটির দাম ১০০ ডলার কমিয়ে বর্তমানে ৬৯৯ ডলারে নামিয়ে এনেছে আইফোিন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
বিডি প্রতিদিন/কামাল