ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার রান্টিসে এবার বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার পথে বাবাসহ এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার আওন সাফি নামের পাত্র ও তার বাবা মাজেন সাফি একটি গাড়িতে করে রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন।
রেন্টিস শহরের প্রবেশদ্বারে আসলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়। ঘটনাটি ঘটে যখন পরিবারটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছিল। বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এই ধরনের ঘটনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের আরও একটি উদাহরণ। গ্রেফতার বর ও তার বাবাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কেন আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি ইসরায়েলি বাহিনী।
বিডি-প্রতিদিন/শআ