বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল অ্যানথ্রপিক পিবিসিকে ১০ লাখ বিশেষায়িত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে। কয়েক দশক বিলিয়ন ডলারের এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হলো।
বৃহস্পতিবার ঘোষিত এই চুক্তি অনুযায়ী, অ্যানথ্রপিক এখন গুগলের তৈরি উচ্চক্ষমতাসম্পন্ন টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপ ব্যবহার করবে।
গুগলের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব চিপ ২০২৬ সাল থেকে কার্যকরভাবে ব্যবহার শুরু হবে এবং এর মাধ্যমে এক গিগাওয়াটেরও বেশি কম্পিউটিং ক্ষমতা যুক্ত হবে।
এই পদক্ষেপকে এআই হার্ডওয়্যার প্রতিযোগিতার অন্যতম বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ উন্নত এআই মডেল পরিচালনায় এখন বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি প্রয়োজন।
অ্যানথ্রপিকের প্রধান অর্থ কর্মকর্তা কৃষ্ণ রাও বলেন, গুগলের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব নতুন পর্যায়ে যাচ্ছে। এই সহযোগিতা আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সীমানা নির্ধারণে সহায়তা করবে।
গুগলের টিপিইউ ব্যবহার করার ফলে অ্যানথ্রপিকের ব্যয়বহুল ও সীমিতসংখ্যক জিপিইউ এর ওপর নির্ভরতা কমবে। গুগল বর্তমানে অ্যামাজন ও মাইক্রোসফটের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গুগল ইতিমধ্যে অ্যানথ্রপিকে প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে—যার মধ্যে ২০২৩ সালে ২ বিলিয়ন ও চলতি বছরের শুরুতে আরও ১ বিলিয়ন ডলার। অন্যদিকে, অ্যামাজন প্রতিশ্রুতি দিয়েছে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগের এবং তাদের নিজস্ব ক্লাউড সেবার মাধ্যমে অ্যানথ্রপিককে বিশেষ চিপ সরবরাহ করছে।
অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লদ’নামের ভাষা মডেল বর্তমানে ওপেনএআইয়ের জিপিটি ও গুগলের জেমিনি মডেলের সঙ্গে প্রতিযোগিতা করছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ সংস্থা এমজিএক্স এর সঙ্গে নতুন অর্থায়ন আলোচনা শুরু করেছে। এর আগে তারা আইকনিক ক্যাপিটাল নেতৃত্বে ১৩ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সম্পন্ন করেছে। এটা অ্যানথ্রপিকের বাজারমূল্য প্রায় তিনগুণ বাড়িয়ে ১৮৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল