অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলার পথে দুটি অসামান্য মাইলফলক অর্জন করেছেন বিরাট কোহলি। এই এক ইনিংসেই তিনি কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকারকে টপকে গেছেন।
কোহলির এই রেকর্ডের দিনে ভারত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়।
ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলার পথে বিরাট কোহলি ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তিনি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ১৪,২৩৪ রানের দীর্ঘদিনের রেকর্ড টপকে যান। এই ম্যাচের পর কোহলির মোট ওয়ানডে রান দাঁড়িয়েছে ১৪,২৫৫। এই তালিকার শীর্ষে আছেন কেবল শচীন টেন্ডুলকার (১৮,৪২৬ রান)।
পাশাপাশি বিরাট কোহলি শচীন টেন্ডুলকারকে টপকে সাদা বলের ক্রিকেটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন। ভারতের হয়ে তার মোট রান এখন ১৮,৪৩৭। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন কোহলি এই মাইলফলক অর্জন করেন। তিনি শচীন টেন্ডুলকারের ১৮,৩৬৯ রানের রেকর্ড ছাড়িয়ে গেলেন।
কোহলি এদিন শচীন টেন্ডুলকারের আরও একটি বড় রেকর্ড ভাঙেন। ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করার সময় সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশোর্ধ্ব (৫০+) ইনিংস খেলার বিশ্বরেকর্ড এখন কোহলির দখলে। কোহলি এদিন তার ৭০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন (রান তাড়া করার সময়), যা শচীনের ৬৯টির চেয়ে একটি বেশি।
বিডি প্রতিদিন/এমআই