নেত্রকোনায় বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে হিরামনি নামের ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি শনিবার বিকালে জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে। শিশুটি ওই গ্রামের মো. মমিনুল ইসলামের কন্যা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে হিরামনিও খেলা করছিল। এসময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্থ ছিলেন। খেলা করার একপর্যায়ে শিশুটি বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। কাজের প্রেক্ষিতে বেশ ক্ষাণিক সময় শিশুটিকে দেখতে পান নি। মনে হতেই চোখের সামনে সন্তান না পড়ায় খোঁজাখুঁজি করতে থাকেন।
খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটির বাবা মমিনূল ইসলাম পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার কন্যাকে দেখে সেখান থেকে দ্রæত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম