বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ভালুকা উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এর আগে কলেজ মাঠে বক্তব্য রাখেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, সদস্য বাহারুল ইসলাম ঢালী, উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, যুবদল নেতা সমর পাঠান, মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ