রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গোলাম রব্বানী নামে এক ব্যাংক কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শনিবার রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানীর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে। তিনি পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন (রোল নম্বর: ২২৮৩৮৪৬)-এর সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিতে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের কোনো পরীক্ষায় ভবিষ্যতে অংশ নিতে পারবেন না।
রংপুরে ৪৬টি কেন্দ্রে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী খাদ্য অধিদফতরের উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল