আজ মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও অভ্যন্তরীণ নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে গত ৪ অক্টোবর থেকে সমুদ্র ও নদীতে মাছ শিকার নিষিদ্ধ করা হয়।
গত ২২ দিনে বরিশাল বিভাগে ৮৯৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় মৎস্য দফতর জানিয়েছে, গত ২২ দিনে বরিশাল বিভাগে তিন হাজার ৫৩১টি অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এক হাজার ৬৫টি। মামলা করা হয়েছে এক হাজার ৩৬৩টি। অভিযানে আট হাজার ৮৩৫ কেজি ইলিশ উদ্ধার করে এতিমখানাসহ দুস্থদের দেওয়া হয়েছে। এক কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৮৯৩ জেলেকে। জরিমানা আদায় করা হয়েছে ৪০ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা। উদ্ধার করা সরঞ্জাম নিলামে বিক্রি করে আয় করা হয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে বরিশালের হিজলা উপজেলায়।
এ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গত ২১ দিনের অভিযানে হিজলা উপজেলায় মামলা করা হয়েছে ৪৪৮টি। জেলে আটক করা হয় ৪৪৮ জন। এর মধ্যে ২৯৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও ১৫২ জেলের কাছ থেকে ১২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এক কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি