আজকাল অনেকেই বিভিন্ন স্থানে সেলফি তুলতে ভালোবাসেন এবং তা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। কিন্তু সাইবার বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস এখন হয়ে উঠছে প্রতারণার হাতিয়ার। অসাবধানতায় পোস্ট করা একটি সেলফি থেকে শুরু হতে পারে বড় ধরনের বিপদ।
পরিবার নিয়ে বিদেশে কিংবা দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে আনন্দঘন মুহূর্তে সেলফি তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তবে সেই আনন্দ ভাগাভাগি করতে গিয়েই শুরু হতে পারে বিপত্তি। কারণ, এসব ছবি থেকে প্রতারক চক্র আপনার লোকেশন শনাক্ত করতে সক্ষম হয়, এবং সেখান থেকেই তারা ফাঁদ পাততে পারে।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্মার্টফোনে তোলা ছবি ও ক্যাপশনের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে সহজেই জানা যায় আপনি কোথায় আছেন। আপনি যদি পরিবারের সঙ্গে দূরে কোথাও থাকেন, তাহলে আপনার বাড়ি তখন অরক্ষিত থেকে যেতে পারে। সেই তথ্য কাজে লাগিয়ে চুরি বা অন্য কোনো অপরাধ সংঘটিত হতে পারে।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আপনার কণ্ঠস্বর নকল করে পরিবারের অন্য সদস্যদের কাছে বিপদের বার্তা পাঠিয়ে চাওয়া হতে পারে অর্থ সহায়তা।
বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও দেখা গেছে, সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা সেলফির কিছু অংশ কাটছাঁট করে তা মিশিয়ে বানানো হচ্ছে দুর্ঘটনার ছবি এবং তা ব্যবহার করা হচ্ছে অর্থ আদায়ের কৌশল হিসেবে।
বিশেষজ্ঞদের পরামর্শ, আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করার আগে ভালোভাবে ভেবে দেখা উচিত। ভ্রমণকালে তাৎক্ষণিক ছবি পোস্ট না করে ফিরে এসে শেয়ার করাই নিরাপদ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চলাফেরা ও ব্যক্তিগত জীবন সম্পর্কে অতিরিক্ত তথ্য না দেওয়াই বর্তমানে নিরাপদ থাকার অন্যতম উপায়।
বিডি প্রতিদিন/জামশেদ