ব্যস্ততার কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমে থাকা শত শত মেসেজ পড়ে দেখা অনেক সময়ই বিরক্তিকর ও সময়সাপেক্ষ হয়ে পড়ে। এবার সেই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা এবার থেকে গ্রুপ চ্যাটের মূল আলোচনা বা সারমর্ম এক ক্লিকেই জানতে পারবেন।
নতুন ফিচারটিতে, ব্যবহারকারী যখন অনেকক্ষণ পর হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন, তখন চ্যাটের ওপরে দেখা যাবে একটি “Summary” অপশন। এটি ব্যবহার করে জানতে পারবেন—গ্রুপে কী বিষয়ে আলোচনা হয়েছে, যেমন: অফিস মিটিং, বন্ধুর বিয়ের পরিকল্পনা, ছুটির ট্রিপ বা স্কুল রিইউনিয়ন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই সারাংশ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে উন্নত এআই অ্যালগরিদম, যা চ্যাট বিশ্লেষণ করে মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরবে। তবে ব্যবহারকারীদের গোপনীয়তা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, সে দিকেও রাখা হয়েছে কঠোর নজর। ব্যবহারকারীর বার্তা বা তথ্য অ্যাপের বাইরে কোথাও পাঠানো হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাইভেসি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ সম্প্রতি চালু করেছে আরও একটি ফিচার—‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা আর চ্যাট কনভারসেশন কপি বা এক্সপোর্ট করতে পারবেন না। ফলে ব্যক্তিগত বা গোপন বার্তা অনায়াসে অন্য কারো কাছে পাঠিয়ে দেওয়ার সুযোগ অনেকটাই কমে যাবে। তবে স্ক্রিনশট নেওয়ার সুবিধা আগের মতোই চালু থাকবে।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন এআই ফিচার বিশেষভাবে সহায়ক হবে তাদের জন্য, যারা একাধিক গ্রুপে যুক্ত এবং প্রতিদিন অসংখ্য মেসেজ পান। এর ফলে সময় বাঁচানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত বুঝে নেওয়া সম্ভব হবে। বিশেষত অফিসিয়াল বা কর্মক্ষেত্রভিত্তিক গ্রুপে যারা নিয়মিত অংশগ্রহণ করতে পারেন না, তাদের জন্য এটি একটি কার্যকর আপডেট।
বিডি প্রতিদিন/হিমেল