অ্যাশেজের প্রথম টেস্টে মাত্র দুই দিনেই দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে দু’ইনিংসেই চাপের মধ্যে রেখে ম্যাচটি তারা জিতেছে আট উইকেটে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
অপ্টাস স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের মধ্যেই সবকিছু গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৭২ রানে অলআউট হয়। দারুণ বোলিংয়ে আলো ছড়ান মিচেল স্টার্ক। মাত্র ১২.৫ ওভারে ৭ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন তিনি। ওপেনার বেন ডাকেট ২১ এবং অলির পোপ ৪৬ রান করলেও বড় কিছু করতে পারেননি অন্যরা। হ্যারি ব্রুকের ৫২ রানের ইনিংসও দলকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেনি।
জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া ব্যাটিংও। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস মাত্র ৬ ওভারে ৫ উইকেট তুলে নিয়ে অজিদের থামান ১৩২ রানে। আলেক্স ক্যারি ২৬ ও ক্যামেরন গ্রিন ২৪ রান করেন। ব্রাইডন কার্স নেন ৩ উইকেট, জোফরা আর্চারের ঝুলিতে যায় ২ উইকেট।
দ্বিতীয় ইনিংসেও ছন্নছাড়া ইংল্যান্ড। স্কট বোল্যান্ডের আগুনে স্পেলে ৪ উইকেট আর ডগেটের ৩ উইকেটে ১৬৪ রানে থামে স্টোকসদের ইনিংস। গাস অ্যাটকিনসনের ৩৭ ও অলির পোপের ৩৩ ছাড়া উল্লেখযোগ্য ইনিংস ছিল না। স্টার্ক আবারও তুলে নেন ৩ উইকেট।
মাত্র ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপে পড়েনি অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ঝড় তুললেন শুরু থেকেই। মাত্র ৮৩ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ একতরফা করে দেন। মার্নাস লাবুশেন খেলেন ৫১ রানের শান্ত ইনিংস, অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ২৮.২ ওভারে ২০৫/২ তুলে ম্যাচ পকেটে ভরে মাঠ ছাড়ে অজিরা।
এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিচেল স্টার্ক। দুই ইনিংসে তাঁর বোলিং ফিগার ছিল ৭/৫৮ ও ৩/৫৫।
মাত্র দুই দিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ায় ইংল্যান্ড ইতিমধ্যে সমালোচনার মুখে। স্টোকসও ম্যাচ শেষে স্বীকার করেছেন, এমন পারফরম্যান্সে তিনি ‘শকড’। অন্যদিকে অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী দ্বিতীয় টেস্টের জন্য।
বিডি প্রতিদিন/আশিক