রিয়াল মাদ্রিদের জন্য লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে হারের পর নতুন ধাক্কা এসেছে চোটের আকারে। ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে চলে গেছেন।
মঙ্গলবার লিভারপুলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময়ই খেলেছেন চুয়ামেনি। তবে পরে মেডিকেল পরীক্ষা দেখিয়েছে, বাঁ পায়ের ঊরুতে চোট রয়েছে। ক্লাবের বিবৃতিতে মাঠে ফেরার সম্ভাব্য সময়ের উল্লেখ করা হয়নি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুয়ামেনিকে পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগতে পারে। এর ফলে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় অন্তত তিনটি ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচ খেলতে পারবেন না।
২৫ বছর বয়সী চুয়ামেনির চোট ফ্রান্স জাতীয় দলের জন্যও ধাক্কা। নিষেধাজ্ঞার কারণে তিনি গত মাসের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারেননি এবং নতুন চোটে জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো।
ফ্রান্স এই মাসের মাঝামাঝি বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেন ও আজারবাইজানের সঙ্গে খেলবে। ‘ডি’ গ্রুপে ফ্রান্স চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৩ পয়েন্ট কম নিয়ে ইউক্রেন দ্বিতীয়, ৪ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে আজারবাইজান সর্বশেষে আছে।
বিডি প্রতিদিন/মুসা