ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরা থানার ৭০ নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি একথা বলেন। এসময় নবীউল্লাহ নবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
নবীউল্লাহ নবী বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে, তাদের বিষয়ে সরকারকে সতর্ক হতে হবে। কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। যারা বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি। ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। স্থিতিশীল বাংলাদেশ গড়তে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নাই।
এদিন নবী উল্লাহ নবীর উপস্থিতিতে প্রথমে নেতাকর্মীরা আমুলিয়া এলাকার আতিক মার্কেটে উঠান বৈঠক করেন। এরপর তারা আমুলিয়া ও মেন্দিপুর এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালান। এ সময় এলাকার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নবী উল্লাহ নবী ও ডেমরা থানা বিএনপি নেতারা।
ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জানের সার্বিক তত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়।এতে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, অহিদুল ইসলাম অহিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াহ হিয়া বিন আশ্রাফ, ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারিসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা