গাইবান্ধা সদর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুকে স্বাগত জানিয়েছে দলীয় নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকা থেকে গাইবান্ধায় ফেরার পর তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় হাজারো নেতাকর্মী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা।
এ সময় ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানান তিনি। শোভাযাত্রায় সদর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পতাকা ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে ২০০৮ সালে এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন কমডোর শফিকুর রহমান। ২০১৪ সালে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ২০১৮ সালে জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকারকে ধানের শীষ দেওয়া হলেও পরাজিত হন তিনি। এরপর ২৪ সালের নির্বাচনেও অংশ নেয়নি দলটি। আগামী নির্বাচনে মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু ২০০১ সালের নির্বাচনে প্রায় ৩০ হাজার ভোট পেয়েছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক