দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে বসবে বিশ্বসেরার লড়াই। ইতোমধ্যে ২২টি দেশ মূলপর্বে খেলা নিশ্চিত করেছে। গতকাল বুধবার এ দেশগুলোর নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। প্রিয় দলের জার্সি নিয়ে সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আজেন্টিনা, জার্মানি, স্পেনের জার্সিসহ আরও বেশকিছু দেশের জার্সি প্রকাশ করা হয়েছে, যারা এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কিংবা বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে। উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি। ২০২৬ বিশ্বকাপে নতুন জার্সি পরেই খেলবে লিওনেল স্কালোনির দল। নতুন জার্সিতে আর্জেন্টিনার ইতিহাস, উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রাখা হয়েছে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রত্যাশিত তিন তারকার পাশাপাশি তিনটি রঙের আকাশি নীলের ছোঁয়া, যা অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয় থেকে। ঘাড়ের পেছনে খোদাই করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সাল ‘১৮৯৩’ লেখা। এ ছাড়া বুকের মাঝে সোনালি প্যাঁচ ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এ জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।