ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, তিনজন দক্ষিণ সিটিতে, ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন মারা গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্তে ২৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা হয়েছে ৩০৭। এছাড়া শিশুদের মধ্যেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর পাঁচজন, ৩ নভেম্বর পাঁচজন, ৪ নভেম্বর চারজন, ৫ নভেম্বর ১০ জন এবং গতকাল পাঁচজন মিলিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে ২৯ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪, চট্টগ্রাম বিভাগে ১০৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮, ঢাকা উত্তর সিটিতে ২০০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১, খুলনা বিভাগে ৫৫ (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৬ (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭৯ (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ এবং সিলেট বিভাগে পাঁচজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।