বরিশাল নগরীর অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকরা তাদের স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তারা নগরীর বগুড়া রোডে কারখানার সামনে বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা অপসো স্যালাইনের কারকানায় পরিশ্রম করে আসছেন। প্রথমে দৈনিক ২২০ টাকার হাজিরায় কাজ করে মাস্টাররোলে অন্তর্ভুক্ত হন। কিন্তু মাত্র এক বছরের মধ্যে হঠাৎ করে ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিকবিরোধী। তাদের দাবি, আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এটা স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায়।
অবস্থান কর্মসূচিতে শ্রমিক পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।
এক নারী শ্রমিকের স্ত্রী বলেন, ‘আমার স্বামী এখন বেকার। বাড়িতে খাবার নেই, সন্তানরা না খেয়ে কাঁদছে। আমরা ন্যায্য অধিকার চাই।’
এদিকে বিকেলে শ্রমিকদের সাথে মালিক পক্ষের প্রতিনিধির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাতে তারা বৈঠক করেনি। তাই শ্রমিকরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ