ঝিনাইদহের চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি তন্ময় ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করেন আসামি তন্ময় ঘোষ।
আত্মসমর্পণের পর আদালতের বিচারক মো. মাহবুব আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন।
তন্ময় ঘোষ ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার মৃত তিমির কুমার ঘোষের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া থেকে বাইপাস মোড় এলাকায় যাওয়ার পথে ব্যবসায়ী বরুণ কুমার ঘোষের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি তন্ময় ঘোষ পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা