বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ খাতে অবদানের জন্য এশিয়ান ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অর্জন করেছে ইউনাইটেড গ্রুপ।
সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলাদেশ অপারেশনাল ইনোভেশন অব দ্য ইয়ার-এনার্জি: এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে উদ্ভাবনী পদক্ষেপ ও কার্যকর ব্যবস্থাপনার অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’কে (ইউপিজিডিসিএল) এই পুরস্কার প্রদান করা হয়।
এশিয়ান বিজনেস রিভিউ আয়োজিত এই অনুষ্ঠানটি প্রতি বছর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড পাওয়ারের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ইউনাইটেড গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শিশ স্বপ্নিক।
তিনি বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনায় ইউনাইটেড গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। দেশের অন্যতম বহুমুখী শিল্পগোষ্ঠী হিসেবে ইউনাইটেড গ্রুপ জাতীয় উন্নয়ন ও অগ্রযাত্রার নিরবচ্ছিন্ন অংশীদার হয়ে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত