ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতটা বার্সেলোনার জন্য মোটেও সুখকর হয়নি। ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে কাতলানরা। ম্যাচে হারলেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লামিন ইয়ামাল। লা লিগায় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও পরের দুই ম্যাচে গোল পেয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বুধবার রাতের ব্রুগের বিপক্ষে ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে ইয়ামাল জানান, তার ইনজুরি নিয়ে অনেক মিথ্যাচার হচ্ছে। তিনি একদমই ঠিক আছেন। বরং ওসব মিথ্যাচারে কষ্ট পেয়েছেন তিনি।
সম্প্রতি ইয়ামালকে নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, ইয়ামাল এখনো পুরোপুরি ঠিক হয়নি। তবে ব্রুগের বিপক্ষে সহজাত খেলা উপহার দিয়েছেন।
এ বিষয়ে ইয়ামাল বলেন, আমি ভালো আছি। একদমই ঠিক আছি। অনেকেই আমার ইনজুরি নিয়ে কথা বলেছে। বিষয়টি আমাকে দুঃখ দিয়েছে। আমি বলব, এ সবই মিথ্যা। নিজেকে একটি লেভেলে আনা পর্যন্ত আমি অনেক পরিশ্রম করে যেতে চাই।
ইয়ামালের ধারাবাহিক পারফরম্যান্সে খুশি ফ্লিক। সবশেষ টানা দুই ম্যাচে গোল পেয়েছেন বার্সা তরুণ ফরোয়ার্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ইয়ামাল তাঁর লেভেলে ফিরেছে। এ নিয়ে আমি খুশি। তবে যেমন আমি বলেছি, আমরা জানি না আগামীকাল কী হবে; আমরা জানি না পরের রবিবারে কী ঘটবে।
ফ্লিকের মতে, সবচেয়ে জরুরি হলো নিজেকে মানিয়ে নেওয়া। তিনি বলেন, যদি সে (ইয়ামাল) এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আশা করা যায় সমস্যা কমে যাবে। তবে এই পরিস্থিতিতে কখন তা ঠিক হবে বলা সহজ নয়।
বিডি প্রতিদিন/কেএ