সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের দলীয় মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় ফেরেন তিনি। এসময় কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর ও কোটবাড়ি বিশ্বরোড এলাকায় নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে তাকে স্বাগত জানান। নিজ বাড়িতে পৌঁছে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মনিরুল হক চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন, এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা আমার প্রেরণা—দোয়া করবেন যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।
অপর মনোনয়নপ্রত্যাশী আমিন উর রশিদ ইয়াসিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি আমার দলের সতীর্থ ভাই। তাঁর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। কেউ এমন কিছু করবেন না যাতে তারা কষ্ট পায়। আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের অংশ।
তিনি আরও বলেন, ধানের শীষের বিজয়ের জন্য ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল