পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১১৯ রানে অলআউট হয়।
ভারতের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও শুবমান গিল ৪০ বলে ৫৬ রান যোগ করেন। অভিষেক ২১ বলে ২৮ রান করে আউট হন, এরপর শিবম দুবের সঙ্গে গিল ২৯ বলে ৩২ রান যোগ করেন। দুবে ১৮ বলে ২০ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন।
গিল ও সূর্যকুমার যাদবের জুটিতে আসে দ্রুত ৩৩ রান। গিল ৩৯ বলে ৪৬ রান করে আউট হন, চারটি চার ও একটি ছক্কা মারেন। শেষ দিকে সূর্যকুমার ১০ বলে ২০ এবং অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রান যোগ করেন। ভারতের সংগ্রহ হয় ১৬৭/৮।
অস্ট্রেলিয়ার পক্ষে এলিস ও অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট নেন। এলিস ৪ ওভারে মাত্র ২১ রান দেন, তবে জাম্পা ৪৫ রান খরচ করেন।
রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া ২৯ বলে ৩৭ রানের উদ্বোধনী জুটি পায়। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অজিরা। ম্যাথিউ শর্ট ১৯ বলে ২৫ এবং জশ ইংলিস ১১ বলে ১২ রান করে আউট হন, দুজনকেই আউট করেন অক্ষর প্যাটেল।
অধিনায়ক মিচেল মার্শ ২৪ বলে ৩০ রান করে আউট হন। এরপর দলের বড় বিপর্যয় হয় টিম ডেভিড ও অন্যান্য ব্যাটসম্যানদের দ্রুত আউট হওয়ার কারণে। ডেভিড ৯ বলে ১৪ এবং মার্কাস স্টয়নিস ১৯ বলে ১৭ রান করেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ১১৯ রানে অলআউট হয়।
ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর মাত্র ৮ বল খেলে ৩টি উইকেট নেন। দুবে ও অক্ষর প্যাটেল দুইটি করে উইকেট নেন।
বিডি প্রতিদিন/মুসা