সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী আনিসুল হক নিজ দলের একসময়ের প্রতিদ্বন্দ্বী মনোনয়নপ্রত্যাশীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করেছেন। তাঁর এই শিষ্টাচারপূর্ণ আচরণে রাজনৈতিক অঙ্গনে প্রশংসা ছড়িয়ে পড়েছে।
জানা যায়, দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার সকালে তাহিরপুরে আসেন আনিসুল হক। এলাকায় পৌঁছে তিনি প্রথমেই নিজের মা ও পার্শ্ববর্তী গ্রামের বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলের মাকে সালাম জানিয়ে দোয়া চান।
এ সময় আনিসুল কামরুজ্জামানের বাড়িতে গিয়ে তাঁর বয়োবৃদ্ধ মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। আনিসুলকে দেখে ওই মা আবেগাপ্লুত হয়ে মাথায় হাত রেখে দোয়া করেন। উপস্থিত নেতাকর্মীরাও এ দৃশ্য দেখে উচ্ছ্বসিত হন।
দোয়া নেওয়ার পর আনিসুল হক উপজেলা সদরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন। বাজার, দোকানপাট ও বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বিডি প্রতিদিন/আশিক