চোট কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন রিশাভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বুধবার। পান্তের প্রত্যাবর্তন দলের জন্য গুরুত্বপূর্ণ এক সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
জুনে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ব্যাটিং করার সময় পায়ে গুরুতর চোট পান পান্ত। এরপর ইংল্যান্ড সফরের শেষ টেস্ট এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। তবে চোট কাটিয়ে গত ৩০ অক্টোবর মাঠে ফিরেই তিনি প্রথম শ্রেণির ম্যাচে দুই ইনিংসে ১৭ ও ৯০ রান করেন। এই পারফরম্যান্স দলের কোচিং স্টাফের নজরে আসে এবং তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়।
দলের আরেকটি পরিবর্তন আকাশ দিপ। ইংল্যান্ড সফরের পর পিঠের সমস্যা নিয়ে দুলিপ ট্রফিতে অংশ নিতে না পারা এই পেসার রাঞ্জি ট্রফিতে দুই ম্যাচ খেলে পুরোপুরি ফিট হয়ে গেছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রাসিদ্ধ কৃষ্ণা ও কিপার-ব্যাটসম্যান নারায়ণ জাগদেশান।
বর্তমানে টেস্ট অধিনায়ক শুবমান গিল, পেসার জাসপ্রিত বুমরাহ, পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি এবং দুই স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল ও ওয়াশিংটন সুন্দার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর তারা টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে কুলদিপ ইয়াদাভকেও টি-টোয়েন্টি দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কলকাতায় ১৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, এবং ২২ নভেম্বর গুয়াহাটিতে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
ভারতের টেস্ট দল: শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক ও কিপার), ইয়াশাসভি জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদার্শান, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রাভিন্দ্রা জাদেজা, ওয়াশিংটন সুন্দার, জাসপ্রিত বুমরাহ, আকসার প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদিপ ইয়াদাভ, আকাশ দিপ।
বিডি প্রতিদিন/মুসা