মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করেছেন তাঁর সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটেরপুলে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
মিছিল ও সমাবেশে অংশ নেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি থেকে এখন পর্যন্ত ২৩৭টি আসনের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু মাদারীপুর-২ আসনের নাম এখনও ঘোষণা করা হয়নি। আমরা দাবি জানাই, রাজপথে ১৭ বছর ধরে সংগ্রাম করে যাওয়া, মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার হলেও যিনি আন্দোলনে সক্রিয় থেকেছেন—সেই ত্যাগী নেতা জাহান্দার আলী জাহানকেই যেন এই আসনে মনোনয়ন দেওয়া হয়।
নেতাকর্মীরা আরও বলেন, জাহান্দার আলী জাহানকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব। তাঁকে এমপি হিসেবে দেখতে চাই।
বিডি প্রতিদিন/আশিক