অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি একটি অনুষ্ঠানে এক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, 'পুরুষরদেরও ঋতুস্রাব হোক, তবেই তারা আমাদের কষ্ট-যন্ত্রণা বুঝতে পারবে।'
রাশমিকা সাধারণত বিতর্কে তেমন জড়ান না এবং সবসময় মেপে কথা বলার জন্য পরিচিত। তবুও এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ মনে করছে, তিনি সহমর্মীতার কারণে এই কথা বলেছেন, অন্যদিকে কিছু নেটিজেন তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।
এর আগে রাশমিকা দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন করেছেন। যদিও সম্প্রতি সন্দীপ রেড্ডি বাঙ্গা জানিয়েছেন, রাশমিকা সময় মেপে কাজ করেন না, এবার কাজের ক্ষেত্রে সময়সীমা থাকার পক্ষে মত প্রকাশ করে তিনি নিজের পরিচিত ধাঁচের বাইরে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
এদিকে আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। এই সিনেমায় রাশমিকার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেট্টি। রাহুল রবীন্দ্রন এই ছবিটির পরিচালনা করেছেন। এ ছাড়া অভিনেত্রীর হাতে বর্তমানে একাধিক ছবি রয়েছে। তিনি এখন ‘মাইসা’ নামক একটি ছবির কাজ করছেন।
বিডি প্রতিদিন/মুসা