বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর বিখ্যাত হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘প্রিডেটর’-এর নতুন সিনেমা আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। আগামী ৭ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’।
এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে, জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের অভিনয়ে প্রথম কিস্তি দিয়ে। মুক্তির পর ছবিটি বিপুল সাড়া ফেলে বিশ্বজুড়ে। এরপর প্রায় চার দশকে দর্শক পেয়েছে আরও সাতটি কিস্তি—‘প্রিডেটর ২’ (১৯৯০), ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ (২০০৪), ‘এভিপি: রিকুইয়েম’ (২০০৭), ‘প্রিডেটরস’ (২০১০), ‘দ্য প্রিডেটর’ (২০১৮) এবং সর্বশেষ ‘প্রেই’ (২০২২)।
চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যানিমেটেড স্পিন-অফ ‘প্রিডেটর: কিলার অব কিলারস’। প্রতিটি পর্বেই মানুষ ও অজানা ভিনগ্রহী শিকারির সংঘর্ষকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের কাছে এই সিরিজকে করে তুলেছে আরও জনপ্রিয়।
নতুন সিনেমা ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’-এর পরিচালনা করেছেন ড্যান ট্রাখটেনবার্গ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী ইলে ফ্যানিং, নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি।
‘প্রিডেটর’ সিরিজের মূল ভাবনা একদল ভয়ংকর মহাজাগতিক প্রাণীকে ঘিরে, যারা প্রযুক্তিতে মানুষ থেকে বহু এগিয়ে। তারা বিভিন্ন গ্রহে গিয়ে প্রতিযোগিতামূলক শিকার অভিযানে অংশ নেয়—যেখানে জয় মানেই যোদ্ধা হিসেবে স্বীকৃতি। শিকার করা প্রাণীর শিরদাঁড়াসহ মাথার খুলিটি তারা নিজেদের সম্মানচিহ্ন হিসেবে সংরক্ষণ করে।
নতুন পর্বের গল্প ঘুরছে এক তরুণ প্রিডেটর—ডেককে কেন্দ্র করে। নিজের কোমলতা ও দুর্বলতার কারণে গোত্রে অবহেলিত এই চরিত্রটি একদিন তার কঠোর পিতার হত্যার প্রচেষ্টা থেকে পালিয়ে যায় এক দূর গ্রহে। সেখানে তার প্রতিপক্ষ ভয়ংকর দানব কালিস্ক, যাকে ভয় পায় তার গোত্রের প্রবীণরাও। ডেক নিজের সম্মান পুনরুদ্ধারে শপথ নেয় কালিস্ককে হত্যার।
এই অভিযানে ডেকের সঙ্গে যোগ দেয় দুই রোবট-মানব বায়োক্লোন—একজন থিয়া, প্রাণবন্ত ও হাসিখুশি, অন্যজন নির্মম, নিখুঁত ও অনুভূতিহীন। এই বিপরীত দুই সত্তার সংস্পর্শে ডেকের ভেতরের মানবিকতা ও যুদ্ধপ্রবণতা মুখোমুখি হয় এক গভীর অস্তিত্ব সংকটে।
পরিচালক ড্যান ট্রাখটেনবার্গ এই ছবিতে প্রযুক্তি, দর্শন ও আবেগকে একই সূত্রে বেঁধেছেন। নিস্তব্ধতার মাঝেও মৃত্যুভয়ের উপস্থিতি, আর সেই ভয়কে জয়ে পরিণত করার মানবিক প্রচেষ্টাই মূল বার্তা।
বোদ্ধাদের মতে, ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ শুধু লড়াই নয়, এটি আত্ম-অনুসন্ধান ও বেঁচে থাকার অর্থ বোঝার এক গভীর রূপক গল্প হয়ে উঠেছে।
বিডি প্রতিদিন/আশিক