বরফে আচ্ছন্ন কানাডার আকাশে শীতের আগমনী বার্তা ভেসে আসলেও শরতের আবহ নেই। তবে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা মন-প্রাণে ধারণ করেছেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ। কানাডার বিভিন্ন প্রদেশে কমিউনিটি হলে চলছে দেবী দুর্গার আরাধনা, উৎসবে যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, এমনকি স্থানীয় বিদেশীরাও।
ক্যালগেরির বিভিন্ন সংগঠন স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজন করেছে শারদীয় দুর্গোৎসব। নবপ্রজন্মের কাছে বাংলার কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস ও জাতীয় সত্ত্বা তুলে ধরতে সাজানো হয়েছে পূজামণ্ডপ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধের পদচারণায় মুখরিত কমিউনিটি হলগুলো ঢাক-ঢোল, শাঁখ আর উলুধ্বনিতে ভরে উঠছে। নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে দেবী দুর্গার পূজা আর সাংস্কৃতিক আয়োজন, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরাও।
বাংলাদেশ পূজা পরিষদ অফ ক্যালগেরির সভাপতি সুব্রত বৈরাগী বলেন, আমাদের খুব ভালো লাগছে যে প্রবাসে থেকেও আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে পারছি। এতে নতুন প্রজন্ম আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান শিখতে পারবে এবং ভবিষ্যতেও ঐতিহ্য রক্ষা করবে।
দেশে যেতে না পারলেও কানাডার প্রবাসী বাঙালিরা দুর্গাপূজাকে ঘিরে মাতছেন আনন্দ-উৎসবে। নবপ্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য।
বিডি প্রতিদিন/হিমেল