বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চালু হওয়া ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’-এ অংশ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারত্বমূলক চুক্তি সই হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সই করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD)-এর পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট) মো. শওকাতুল আলম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন ও জোবায়দা আফরোজ, কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি অ্যান্ড এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারত্বের ফলে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, স্বল্প আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী শিক্ষার্থী এবং ১০/৫০/১০০ টাকার ক্ষুদ্র আমানতধারীরা সহজে ঋণ সুবিধা পাবেন। এর ফলে প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় জামানতের অভাবে যারা ঋণ গ্রহণে সমস্যায় পড়তেন, তাদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এই স্কিমের আওতায় যোগ্য ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি প্রদান করবে, ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকি কমিয়ে সহজেই ঋণ বিতরণ করতে পারবে। ফলে দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ