দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। রবিবার (২৮ সেপ্টেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ বল বাকি থাকতে ১৪৬ রানে অলআউট হয়।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা মসৃণ হয়নি। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে তারা কঠিন অবস্থায় পড়েছে। অভিষেক শর্মা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফাহিম আশরাফের স্লোয়ারে লং অনে হারিস রউফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার ব্যাট থেকে আসে মাত্র ৬ বলে ৫ রান।
এরপর শুবমান গিলও ১০ বলে ১২ রান করে ফাহিমের বলেই মিড অনে লাফিয়ে উঠে হারিস রউফের হাতে ক্যাচ দেন।
তৃতীয় উইকেট হিসেবে অধিনায়ক সূর্যকুমার যাদব ৫ রান করে শাহিন আফ্রিদির বল থেকে লং অফে সালমান আলী আগার হাতে ধরা পড়েন। ৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২০। ক্রিজে তিলাক ভার্মার সঙ্গী সাঞ্জু স্যামসন।
বিডি প্রতিদিন/মুসা