ব্যান্ড 'আভাস' এবার নিয়ে এসেছে নতুন গান 'সত্তা'। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইন প্লাটফর্মে গানটি প্রকাশ করা হয়েছে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে 'মানুষ-১', 'আভাস', 'বাস্তব' 'অনাথ', ক্যামেরা' গানগুলো প্রকাশ করেছে আভাস। 'সত্তা' এই ব্যান্ডের ষষ্ঠ মৌলিক গান। গানটির কথা লিখেছেন তানযীর তুহীন, সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ। গানটির সংগীতচিত্র নির্মাণ করেছেন মুত্তাকিম আল মাহিন।
গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল, রাশেদ শরীফ শোয়েব, সংগীতশিল্পী জয় শাহরিয়ারসহ অনেকে।
আভাস ব্যান্ডের বর্তমান সদস্যদের মধ্যে আছেন- তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেইজ), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কি-বোর্ড), রাশেদ জনি (ড্রামস)
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ