বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের শীর্ষ পদে পরিবর্তনসহ নির্বাচক কমিটিতেও বড় পরিবর্তন এসেছে।
সাবেক ভারতীয় ক্রিকেটার প্রঙ্গান ওঝা এবং আরপি সিংকে ভারতীয় জাতীয় দলের নির্বাচক কমিটিতে নিয়োগ দিয়েছে বিসিসিআই। নারী ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারপারসন হিসেবে যুক্ত হয়েছেন অমিতা শর্মা।
আর মুম্বাইয়ের সুলক্ষণা নায়াক ও হায়দরাবাদের শ্রাবন্তী নায়ডুও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। নারী ক্রিকেটারদের নির্বাচক কমিটিতে আরও রয়েছেন শ্যামা দে ও জয়া শর্মা।
এদিকে, জুনিয়র নির্বাচক প্যানেলের চেয়ারম্যান করা হয়েছে এস শারথকে। ২০২৩ সাল থেকে সিনিয়র প্যানেলের অংশ ছিলেন শারথ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস।
বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আর কোনো পরিবর্তন আসেনি। তারাই মানহাসের সঙ্গে দায়িত্ব চালিয়ে যাবেন। এছাড়া, অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় আইপিএলে খেলতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গেও বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
রঞ্জি ট্রফিতে যদি সেই ক্রিকেটার তার রাজ্যের হয়ে কোনো ম্যাচ না খেলেন তাহলে শুধু তাকে আইপিএলে খেলতে দেওয়া হবে না। এর ফলে বিপাকে পড়ে যেতে পারেন কম বয়সী ভারতীয় ক্রিকেটাররা।
বিডি প্রতিদিন/কেএ