দারুণ এক জয়ে লা লিগায় শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। রবিবার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
আত্মবিশ্বাসের শুরু করেও প্রথমার্ধে গোল খেয়ে হতাশায় পড়েছিল বার্সেলোনা। ৩১তম মিনিটে আলভারো ওদ্রিওসোলা স্কোরবোর্ডে প্রথম গোল তুলেন সফরকারীদের পক্ষে। তবে বার্সেলোনা পরবর্তী সময়ে দম বাড়িয়ে আক্রমণে ফিরে আসতে সফল হয়। ৪৩তম মিনিটে ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তরুণ ইয়ামাল বার্দগির ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি। এরপর থেকে ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে জয় নিশ্চিত করে কাতালানরা।
সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠেছে বার্সেলোনা, এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমেছে রেয়াল মাদ্রিদ।
ম্যাচে বার্সেলোনা বলের ওপর ৮৫ শতাংশের বেশি সময় আধিপত্য রেখে আক্রমণে ছিলেন সক্রিয়, যদিও প্রথমার্ধে গোল পেতে একটু দেরি হয়। সফরকারীদের গোলের পরও দল ফিরে আসতে সক্ষম হয় এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
দ্বিতীয়ার্ধে লেভানদোভস্কির সঙ্গে ইয়ামালের পারফরম্যান্স ছিল ম্যাচের সেরা। শেষ পর্যন্ত ক্রসবার ও লক্ষ্যভ্রষ্ট শটের মধ্যেও বার্সেলোনা তাদের অপরাজেয় পথচলা অব্যাহত রাখে।
বিডি প্রতিদিন/মুসা