সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের বেশিরভাগ সময়েই এগিয়ে ছিল স্বাগতিক নিউক্যাসল, কিন্তু শেষ মুহূর্তের দুই গোলে জয় তুলে নেয় লন্ডন ক্লাবটি।
ম্যাচের ৩৪তম মিনিটে নতুন সাইনিং নিক ওল্টেমাডে কর্নার থেকে তোনালির ক্রস থেকে হেডে গোল করেন এবং নিউক্যাসলকে এগিয়ে দেন। এই গোলের পর প্রায় ম্যাচ শেষ পর্যন্ত ১-০ গোলের লিড ধরে রাখছিলো নিউক্যাসল।
তবে ৮৪তম মিনিটে মিকেল মারিনো গোল করে আর্সেনালকে সমতায় ফেরান। এরপর যোগ করা সময়ে ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল ম্যাগালহেস মাঠে প্রবেশ করেই দুর্দান্ত একটি গোল করেন এবং জয় তুলে নেন আর্সেনাল।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে উঠে এল আর্সেনাল। অপরদিকে সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে নিউক্যাসল এখন ১৫তম স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা