নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি প্রকাশ্যে এসে ঘোষণা দিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না এবং নেপালকে বর্তমান সরকারের হাতে তুলে দেবেন না। সামরিক বাহিনীর আশ্রয় থেকে বেরিয়ে এসে তিনি গত শুক্রবার প্রথমবারের মতো ভক্তপুরের গুন্ডুতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে এ কথা বলেন। বিবিসি
কে পি শর্মা অলি প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি মনে করেন, আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালিয়ে যাব?’ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এরাই নেপালকে পুনরায় গড়ে তুলবে। আমরা এ দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব, শান্তি ও সুশাসন ফিরিয়ে দেব।’ প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বাসভবন ছাড়ার ১৮ দিন পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বক্তব্য। গত ৯ সেপ্টেম্বর বালকোটে তার ব্যক্তিগত বাড়ি প্রতিবাদকারীরা জ্বালিয়ে দেওয়ার পর তিনি প্রথমে ৯ দিন সেনা সুরক্ষায় ছিলেন। পরে ১৮ সেপ্টেম্বর গুন্ডুতে ভাড়া বাড়িতে ওঠেন।