রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে স্বেচ্ছায় মস্কোয় স্বাগত জানাতে প্রস্তুত আছেন আছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার জানিয়েছেন, পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি সেই আমন্ত্রণ বহালই রয়েছে।
ইউক্রেন সংঘাত নিয়ে মস্কোর সঙ্গে সক্রিয়ভাবে কূটনৈতিক আলোচনায় যুক্ত থাকা সত্ত্বেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে বড় ধরনের পরিবর্তন এনেছেন।
গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে হোয়াইট হাউস রুশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করে। যার চূড়ান্ত রূপ পায় গত আগস্টের মাঝামাঝি আলাস্কায় অনুষ্ঠিত পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ সম্মেলনে। সেই বৈঠকেই রুশ নেতা ট্রাম্পকে রাশিয়ার রাজধানীতে আমন্ত্রণ জানান। উভয় নেতাই সেই সম্মেলনকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছিলেন।পুতিন একে 'খোলামেলা' এবং 'সারগর্ভ' বলে অভিহিত করেন। আর ট্রাম্প একে ফলপ্রসূ বলে স্বাগত জানান।
ট্রাম্পের আমন্ত্রণ এখনও বহাল কিনা জানতে চাইলে রবিবার সংবাদ সংস্থা তাসকে পেসকভ বলেন, এই আমন্ত্রণ এখনও বহাল আছে। পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত এবং তিনি খুশি হবেন। এরপর সবকিছু ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তবে, সম্প্রতি ট্রাম্প ইউক্রেন সংঘাতের বিষয়ে তার সুর পরিবর্তন করে মস্কোকে একটি কাগজের বাঘ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, কিয়েভ রাশিয়াকে পরাজিত করতে পারে। এর আগে কয়েক মাস ধরে ওয়াশিংটন জানায়, মার্কিন-মধ্যস্থতায় শান্তি চুক্তি এগিয়ে নিতে হলে কিয়েভকে কিছু আঞ্চলিক দাবি ত্যাগ করতে হবে।
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে পেসকভ তখন বলেছিলেন যে রাশিয়াকে ঐতিহ্যগতভাবে একটি ভাল্লুক হিসেবে দেখা হয় এবং কাগজের ভাল্লুক বলে কিছু নেই। তিনি রুশ অর্থনীতি নিয়ে ট্রাম্পের দাবিও উড়িয়ে দেন। বলেন, যে চলমান সংঘাত ও নজিরবিহীন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া মানিয়ে নিয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল