এশিয়া কাপের শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এবারই ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে শিরোপা যেই জিতুক না কেন, মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছে উভয়ই। আগের তুলনায় এবারের এশিয়া কাপের প্রাইজমানি অনেকটাই বেড়েছে।
অবশ্য এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এবার ৩ লাখ ডলার পাবে চ্যাম্পিয়ন দল, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সেই আসরে ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল চ্যাম্পিয়নরা। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা কিছুটা বেড়েছে। টুর্নামেন্টের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য যে দিনকে দিন বাড়ছে, এতে করে সেটিও স্পষ্ট হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ