আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে ‘১০ টাকায় পূজার বাজার’ নামে এক চ্যারিটি ইভেন্ট আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রবিবার ৯২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের জামালখান এলাকার একটি কনভেনশন হলে “সবাই মিলে উৎসব, সবাই মিলে বাংলাদেশ” শ্লোগানে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন।
নগরের বিভিন্ন নিম্নআয়ের এলাকা থেকে সহস্রাধিক শিশু, নারী ও বৃদ্ধ মানুষ এতে অংশ নেন। মাত্র ১০ টাকায় তারা নতুন কাপড়সহ পরিবারের জন্য বাজার করতে পেরেছেন। তাদের আসা-যাওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা ছিল। এছাড়া সবার জন্য মিষ্টিমুখ ও নানা আনন্দ আয়োজনও রাখা হয়।
অনুষ্ঠানটি চাল, ডাল, চিনি, নারকেল, সুজি, ডিম, তেলসহ প্রায় ২৬ রকম পণ্য দিয়ে সাজানো হয়। এখানে ৫০ পয়সায় ১ কেজি চাল, ১ টাকায় শার্ট, ৪ টাকায় একটি শাড়ি, ৩ টাকায় লুঙ্গি, ৫০ পয়সায় ১ কেজি সুজি, ৩ টাকায় ১ লিটার তেল, ২ টাকায় একটি নুডলস পাওয়া গেছে। প্রতি পরিবার মাত্র ১০ টাকায় এক হাজার টাকারও বেশি পণ্যসামগ্রী নিজের পছন্দমতো কিনতে পেরেছে।
এই বাজারে বিক্রেতার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এশিয়ান ওমেন ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি ধর্মীয় সম্প্রীতি। বিদ্যানন্দের এ আয়োজন সম্প্রীতির অনন্য উদাহরণ। এতে দরিদ্র মানুষ উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারছে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা যাচ্ছে।
বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, বিশ্বজুড়ে ধর্মীয় সম্প্রীতি ভেঙে পড়েছে। আমরা চাই উৎসবকে ঘিরে সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে। আজকের বাজারে যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তাদের বেশিরভাগ মুসলিম, আর গ্রহীতারা সনাতন ধর্মের। বিদ্যানন্দ সাহায্যের ক্ষেত্রে সর্বদা জাত-ধর্মনিরপেক্ষ।
অংশগ্রহণকারী বালা রানী বলেন, ভাবতেও পারিনি দুর্গাপূজার আগে আমাদের জন্য এত আয়োজন হবে। এক টাকা দিয়ে সংসারের পূজার বাজার করতে পেরেছি, আমরা খুব খুশি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ