দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ইতিহাস গড়ে প্রথমবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এর আগে এই টুর্নামেন্টে দুইবার মুখোমুখি হয়েছে তারা, সেখানে দু’দফায়ই জয় পেয়েছিল ভারত। আজকের ফাইনালে পাকিস্তান হেরে গেলে হবে হ্যাটট্রিক হারের লজ্জা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান চমৎকার শুরু এনে দিয়েছেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৪১ রান সংগ্রহ করে পাকিস্তান।
শুরুতে ফারহান কিছুটা সাবধানী খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক হতে থাকেন। শেষ দুই ওভারে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলের ওভার থেকে তারা ১৩ রান তুলেন। যদিও পাওয়ার প্লেতে বেশি রান করতে না পারলেও উইকেট হারায়নি পাকিস্তান।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ১১ ওভারে ১ উইকেটে না হারিয়ে ৯৮। ফাখর জামান ৩০ এবং সাইম আয়ুব করছেন ১২ রান নিয়ে। ফারহান ৩৫ বলে ৫৭ রান করে বিদায় নেন, যার মধ্যে ছিল ৫ চার ও ৩ ছক্কা।
বিডি প্রতিদিন/মুসা