হলিউডের জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ তার প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিতব্য এই বিশেষ অনুষ্ঠানটি ঘরোয়া এবং গ্ল্যামারের মিশ্রণে সাজানো হয়েছে।
অনুষ্ঠানস্থলে থাকবে আউটডোর লাউঞ্জ, ককটেল কর্ণার এবং গৌরমেট খাবারের ব্যবস্থা, যেখানে প্রায় ১৭০ জনের বেশি অতিথি অংশগ্রহণ করবেন। সাদা মার্কি টেন্টটি তালগাছের মাঝে স্থাপন করা হয়েছে, যা বিয়ের আয়োজনে নিখুঁত পরিবেশ তৈরি করেছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর সেলেনা ও বেনি তাদের রিহার্সাল ডিনার সম্পন্ন করেছেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট, প্যারিস হিলটন, সিরিজ ‘ওনলি মার্ডার ইন দ্য বিল্ডিং’ এর সহঅভিনয়শিল্পী মার্টিন শর্ট এবং অ্যাশলি পার্ক।
এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিয়ের আয়োজনটি বড় এবং তারকাবহুল হবে, যা মিন্ডি ওয়েইস পরিকল্পনা করেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অতিথিদের জন্য এল এনকান্টো হোটেলে এক রাতের থাকার জন্য রুম বুক করা হয়েছে, যেখানে একটি রুমের ভাড়া প্রায় সাড়ে তিন হাজার ডলারের বেশি।
অতিথিরা এখনও বিয়ের সঠিক স্থান সম্পর্কে অবগত নন এবং হোটেল থেকে শাটল বাসের মাধ্যমে অনুষ্ঠানের স্থানে নেওয়া হবে। সেলেনার বিশ্বস্ত দীর্ঘদিনের কিছু বন্ধু ও বিয়েতে যোগ দেবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/মুসা