চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য প্রদেশ গুইঝোতে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ রবিবার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে খ্যাত এই সেতুর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬২৫ মিটার (২,০৫১ ফুট), যা পূর্বের রেকর্ডধারী বেইপানজিয়াং ব্রিজকে ছাড়িয়ে গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি ড্রোন ফুটেজে দেখা গেছে—মেঘে ঢাকা আকাশের নিচে নীল রঙের বিশাল সাপোর্ট টাওয়ারের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী, স্থানীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তাদের গর্ব প্রকাশ করেছেন।
গুইঝো প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান ঝাং ইয়িন জানান, নতুন সেতুর মাধ্যমে দুই পাশের ভ্রমণ সময় দুই ঘণ্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমে এসেছে। তিনি বলেন, ‘এটি শুধু যাতায়াত সহজ করবে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতি ও সমাজে নতুন গতি সঞ্চার করবে।’
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের নির্মাণে লেগেছে তিন বছরেরও বেশি সময়। এর মূল স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার, যা পাহাড়ি অঞ্চলে নির্মিত সেতুগুলোর মধ্যে বিশ্বের দীর্ঘতম স্প্যান হিসেবে স্বীকৃতি পেয়েছে। যদিও কাঠামোগত উচ্চতার বিচারে এখনও ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট শীর্ষে আছে।
চীন গত কয়েক দশকে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। বিশেষ করে গুইঝো প্রদেশে বিশ্বের শীর্ষ ১০০ উঁচু সেতুর প্রায় অর্ধেক নির্মিত হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক