ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রবিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছেন।
রায়ে বলা হয়, তাং রেনজিয়ান ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান (প্রায় ৩ কোটি ৭৬ লাখ ডলার) ঘুষ গ্রহণ করেছেন। রবিবার জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন। আদালত জানিয়েছেন, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে।
চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে গত বছরের নভেম্বরে। এর ছয় মাস আগে তিনি দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং অপসারিত হন সব ধরনের পদ থেকে।
এদিকে, দ্রুতগতিতে তদন্ত শেষ করা হয় দেশটির সাবেক কৃষি মন্ত্রী তাংয়ের বিরুদ্ধে। এর আগে, একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয় দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সাল থেকে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। দেশটির পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকরা যেন 'সম্পূর্ণ বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য' হন, সেটি নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, দুর্নীতি সবচেয়ে বড় হুমকি চীনের কমিউনিস্ট পার্টির জন্য এবং এখনো বেড়েই চলেছে দুর্নীতি।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, তাং রেনজিয়ান ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন। পরে কৃষি ও গ্রামীণ কল্যাণবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান তাং রেনজিয়ান। তিনি কয়েক দশক ধরে দেশটির কৃষি খাতে কাজ করেছেন। সূত্র: সিনহুয়া, রয়টার্স
বিডি প্রতিদিন/এএম