গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাজুড়ে ইসরায়েলের অব্যাহত হামলায় গতকাল ২৪ ঘণ্টায় এ নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে গাজা সিটিতেই কমপক্ষে ৪৮ জন রয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়াল। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের ব্যাপকভাবে সমালোচিত স্থল হামলাও আরও তীব্র করছে। আলজাজিরা
মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। গাজার আল-আওদা হাসপাতাল জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলায় ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলের রাস্তায় হাজার হাজার মানুষের প্রতিবাদ বিক্ষোভ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে তেল আবিবে হাজারো মানুষ গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দিদের মুক্তির চুক্তি করার দাবি জানিয়ে গতকাল বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা হোস্টেজ স্কয়ারে জমায়েত হয়ে বড় ব্যানার দেখান, যেখানে লেখা ছিল- ‘সব জিম্মিকে এখনই ঘরে ফিরিয়ে আনো।’ অনেকেই বন্দিদের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এবং যুদ্ধ অবসানের সঙ্গে বন্দিদের নিরাপদ প্রত্যাবর্তন চেয়েছিলেন।