মূল লক্ষ্য তো অবশ্যই ইতালিকে বিশ্বকাপের মূল মঞ্চে ফেরানো। তবে স্রেফ বাছাইপর্ব পার হওয়াতেই থমকে যেতে চান না জেন্নারো গাত্তুসো। ইতালির বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডারের লক্ষ্য আরও বড়। ফুটবলে ইতালিয়ানদের আগ্রহ ফেরাতে চান তিনি।
এক সময়ের ফুটবলের পরাশক্তি এখন অনেকটাই অতীতের কঙ্কাল। ২০২০ ইউরো (করোনাভাইরাসের জন্য যেটা হয়েছিল ২০২১ সালে) জয় ছাড়া অনেক বছর ধরে বড় কোনো সাফল্য নেই তাদের। গত দুটি বিশ্বকাপে তাদের অভিযান শেষ হয়েছে বাছাইয়েই।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের শুরুতে নরওয়ের বিপক্ষে হারে চাকরি হারান লুসিয়ানো স্পাল্লেত্তি। তার জায়গায় কোচ হয়ে আসেন গাত্তুসো। এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে তার শুরুটা হয়েছে দুর্দান্ত। জোড়া গোল করেছেন মাতেও রেতেগি, একবার করে জালের দেখা পেয়েছেন মোইজে কিন, জায়াকোমো রাসপাদোরি ও আল্লেসান্দ্রো বাস্তোনি।
আক্রমণাত্মক ফুটবলে এস্তোনিয়াকে ভীষণ চাপে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না ইতালি। অবশেষে ৫৮তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে তারা। এরপর আরও চারবার জালে বল পাঠিয়ে পায় বড় জয়। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করলেন কোচ গাত্তুসো।
তিনি জানান, এই পারফরম্যান্সের জন্য আমাদের খেলোয়াড়দের ধন্যবাদ দিতেই হবে, কারণ প্রথমার্ধে শুধু একটি গোলের অভাব ছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ