গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। তবে আসন্ন এনসিএল টি-টোয়েন্টির পরে চারদিনের এনসিএলে থাকছে না ঢাকা মেট্রো দল। নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ।
শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বোর্ড মিটিং। সেখান থেকে এসব তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
এনসিএলের চারদিনের টুর্নামেন্টে সুযোগ হলেও আপাতত এই বছর এনসিএল টি-টোয়েন্টিতে ময়মনসিংহের খেলা হচ্ছে না।
তবে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন আগামী মৌসুম থেকে এনসিএল টি-টোয়েন্টিতেও খেলবে ময়মনসিংহ। পরে আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এখন ঢাকা মেট্রো দল হয়ে গিয়েছে পরে ময়মনসিংহ টেক অভার করবে।’
বিডি প্রতিদিন/এমআই