চলতি আইপিএল ২০২৫ মৌসুমে যেমন পয়েন্ট টেবিলে চলছে দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাট হাতে চলছে রানের দৌড়। ব্যাটিংয়ে শীর্ষস্থান অর্জনের লড়াইয়ে জমজমাট হয়ে উঠেছে 'অরেঞ্জ ক্যাপ' প্রতিযোগিতা।
আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন দুই প্রতিযোগী—সূর্যকুমার যাদব ও কেএল রাহুল, যাঁরা চাইবেন শীর্ষস্থানধারীদের ঘাড়ে নিশ্বাস ফেলতে।
অরেঞ্জ ক্যাপ তালিকা: কে আছেন শীর্ষে?
আইপিএলের বর্তমান সর্বোচ্চ রান সংগ্রাহক গুজরাট টাইটানসের বি সাই সুদর্শন। তাঁর পরে রয়েছেন সতীর্থ শুভমান গিল ও রাজস্থানের যশস্বী জয়সওয়াল। তবে তাঁদের ধাওয়া করছেন মুম্বাইয়ের সূর্যকুমার ও দিল্লির রাহুল।
বর্তমান শীর্ষ ৫ রান সংগ্রাহক:
১. বি সাই সুদর্শন (গুজরাট টাইটানস) – ৬১৭ রান
২. শুভমান গিল (গুজরাট টাইটানস) – ৬১০ রান
৩. যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস) – ৫৫৯ রান
৪. সূর্যকুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৫১০ রান
৫. কেএল রাহুল (দিল্লি ক্যাপিটালস) – ৪৯৩ রান
আজ মুম্বাই বনাম দিল্লি ম্যাচ অরেঞ্জ ক্যাপ দৌড়েও হতে পারে গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় খেলা চললে সূর্যকুমার বা রাহুলের বড় ইনিংস শীর্ষ তিনে জায়গা করে দিতে পারে যেকোনো একজনকে।
বিশেষ করে গত ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা কেএল রাহুল ওপেনিংয়ে নেমেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। অন্যদিকে, সূর্যকুমার যাদব বরাবরই টপ অর্ডারে দলকে ভরসা জুগিয়ে চলেছেন।
বোলিংয়ে নজর পড়ছে পার্পল ক্যাপেও
বোলিংয়ে গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ ও চেন্নাইয়ের নূর আহমদ সমান ২১টি করে উইকেট নিয়ে শীর্ষে। ইকোনমিতে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছেন প্রসিদ্ধ।
আজকের ম্যাচে মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট যদি জ্বলে ওঠেন, তবে তিনি ১৮ উইকেট নিয়ে থাকা হ্যাজলউডকে ছাড়িয়ে টপ ৩-এ উঠে আসতে পারেন।
বিডি প্রতিদিন/মুসা